ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ২৪ অগ্রহায়ণ ১৪৩০
ই-পেপার শনিবার ৯ ডিসেম্বর ২০২৩
ব্রেকিং নিউজ: খালেদা জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৪ মার্চ       ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আওয়ামী লীগকে ইসির অনুমতি নিতে হবে’       গোপালগঞ্জে ভাবীর লাঠির আঘাত দেবর নিহত      বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ২      গাংনীতে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২, ফেন্সিডিল উদ্ধার      সৌদিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত      




নাশকতার মামলায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
Published : Tuesday, 21 November, 2023 at 6:24 PM
নাশকতার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, লালবাগ এবং মুন্সিগঞ্জ হতে ০৫ জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়ত এর নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখের নারকীয় তান্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কামরাঙ্গীচর, লালবাগ এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং ২০/৩৩২, তারিখ ২৯ অক্টোবর ২০২৩, ধারাঃ ০৩/০৪, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৪৪/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১। মুন্সীগঞ্জ উপজেলার বিএনপি কমিটির অর্থ সম্পাদক কাশেম বেপারী (৪৫), পিতা- হাসান আলী বেপারী, সাং- কুচিয়ামোড়া (কলেজ গেইট), থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ ২। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিএনপির সক্রিয় কর্মী মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রকাশ@ মোঃ মামুন শেখ (৩১), পিতা মোঃ মফিস উদ্দিন সওদাগর, সাং-গ্রাম-চর খাসকান্দি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ এবং ডিএমপি ঢাকার কামরাঙ্গীচর থানার মামলা নং-১৪, তারিখ-০৬/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-৩/৪/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৩। কামরাঙ্গীরচর থানা যুবদলের অন্যতম সদস্য মোঃ হাসিব (২৬), পিতা-মোঃ শহিদুল ইসলাম,সাং- নুর বাগ গলি বাসা নং ০৭ , থানা- কামরাঙ্গীরচর এবং ডিএমপি ঢাকার লালবাগ থানার মামলা নং-৩৬, তারিখ-২৫/০৫/২০২৩ খ্রিঃ, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ধারা-৩/৪/৬ তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৪। লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ নেছার উদ্দিন, পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং- ৩৩/১, বুয়েট স্টাফ কোয়ার্টার, থানা-চকবাজার এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-০৩, তারিখ-০১/১১/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৫। মোঃ মোক্তার হোসেন টিটু (৪২), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জসহ মোট ০৫ জন আসামি’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, লালবাগ, কামরাঙ্গীচর এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]