প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:০১ পিএম (ভিজিটর : ৩৩৭)
চট্টগ্রাম শাহ আমানত সেতু নতুন ব্রীজের মোড় থেকে সকাল থেকে এপর্যন্ত কোনো ধরনের হরতালের প্রভাব নেই বললে চলে।ছেড়ে যাচ্ছে সকল ধরনের যান পরিবহন কোনো ধরনের বিএনপির পক্ষ থেকে ডাকা দু'দিনের চলমান হরতালের আজ দ্বিতীয় দিন কোনো ধরনের মিছিল মিটিং করতে দেখা যাইনি এদিকে নগরী বাকলিয়া আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন মোড়ে মোড়ে শান্তি সমাবেশ করতে দেখা যায়।
এদিকে নতুন ব্রীজ ছেড়ে যাওয়া বেশ কয়েকজন চালকদের সাথে কথা বলে জানতে চাইলে বলেন। মালিক সমিতি নির্দেশ অনুযায়ী আমরা নতুনব্রীজ থেকে বান্দরবান কক্সবাজার ছেড়ে যাচ্ছি এদিকে সব সময় আতংক ভেতর থাকতে হয়। অন্যদিকে যাত্রী সংখ্যাও কম হওয়ার কারণে হতাশা পড়তে হয় তাদেরকে।
নতুনব্রীজের কর্মরত ট্রাফিক ইনচার্জ অপূর্ব পাল সাথে কথা বলে জানা যায়।সকাল থেকে দূরপাল্লা সকল ধরনের যান পরিবহন ছেড়ে যাচ্ছে কোনো ধরনের মিছিল মিটিং আমাদের চোখে পড়েনি। প্রতিদিনের মতই স্বাভাবিক অবস্থায় রয়েছে।আমাদের পুলিশ জনগনের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।
নতুন ব্রীজ থেকে কয়েকজন যাত্রীদের সাথে কথা বলে জানতে চাওয়া হয় তারাই বলেন বিএনপি সাধারণ মানুষকে ইমোশনাল ব্যাকমেইল করছে তারা আমাদের মত সাধারণ যাত্রীদের হয়রানিতে ফেলছে আমরা সব সময় আতংকভাবে থাকতে হচ্ছে কখন কোথায় তারা গুপ্ত হামলা করে বসে সেই জন্য দুশ্চিন্তা ভেতর চলাচল করতে হচ্ছে অন্য দিকে বাড়তি ভাড়া দিয়ে যেতে হয় এখন আমরা নিরুপায়।
দক্ষিণ চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা ঘিরে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচাজ মোহাঃ মনির বলেন আমরা সকল থেকে টহলে আছি সড়কের প্রতিটি মোড়ে আমাদের পুলিশ অবস্থান করছে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত
রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের যানমালে বিএনপি যদিও অগ্নি সংযোগ করে আমাদের পুলিশ শক্ত হাতে দমন করবে বলে জানান।