প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ১:০০ পিএম আপডেট: ১২.১১.২০২৩ ১:২০ পিএম (ভিজিটর : ৪৫৬)
বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব বাহিনী সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে গেলেও ব্যর্থতা সঙ্গী করে ফিরেছে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে রবিবার সকালে চাটার্ড ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় দেশে ফিরেছে বাংলাদেশ দল।
সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ভারতের বিমান ধরে সাকিব-মুশফিকরা। তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল। জয় দিয়েই শুরু হয়েছিল তাদের মিশন। কিন্তু যতই দিন গড়িয়েছে একের পর এক হারে স্বপ্ন ফিকে হয়ে গেছে। শেষ পর্যন্ত আট নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ।
অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পুরোপুরি নিশ্চয়তার জন্য বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে আজকের ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। ভারত জিতলে টেবিলের আট নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে নেদারল্যান্ডস চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
রবিবার দেশে ফিরলেও খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না শান্ত-লিটনরা। কেননা চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮ নভেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।