প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১১:১৫ এএম (ভিজিটর : ৪৩২)
বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে টস হেরে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বেলা ১১টায়। বিশ্বকাপের গ্রুপপর্বে টাইগারদের অষ্টম ও শেষ ম্যাচ এটি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সমীকরণ মেলাতে এই ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার রূপকথার নায়ক গ্লেন ম্যাক্সওয়েল খেলছেন না পুনেতে। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে মিচেল স্টার্ককেও। আফগানিস্তানের বিপক্ষে ভার্টিগো সমস্যার কারণে না খেলা স্টিভ স্মিথের সঙ্গে ফিরেছেন শন অ্যাবট।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।