প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:৫৮ পিএম (ভিজিটর : ২৩৮)
বরিশাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : প্রতিটি মানুষই কোন না কোন ভাবে একজন গবেষক। তাই একজন গবেষককে বিনয়ের সাথে গবেষণা করতে হবে। শিক্ষার্থীদের গবেষণা কর্মে বেশি বেশি মনোযোগী হতে হবে। কারণ, গবেষণা ছাড়া যে শিক্ষা অর্জন করা হয় তা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণা ছাড়া শিক্ষা দেশ ও জাতির কোন কল্যানে আসে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে “Promoting Undergraduate Research Culture: A New Era of BU” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি আয়োজিত সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম। বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি কাজী নাভিদ নাসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানের পরামর্শদাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএম সাদেক।